আজকে বৃহঃবার 27 মার্চ 2025 এ বাইনান্স স্কয়্যারে “Pi Network: A Revolutionary Crypto or the Next Big Scam?” এরকম একটি শিরোনাম দিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। যারা ইংরেজীতে দক্ষতা রাখেন তারা চাইলে আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।
লেখাটিতে কি আসলেই সঠিক তথ্য তুলে ধরা হয়েছে, নাকি কোন কিছুকে কৌশলে লুকানো হয়েছে? তাদের এই লেখার পেছনের গোপন রহস্যটিই বা কি! এসব বিষয় নিয়েই আমার আজকের লেখাটি আপনাদের জন্য সাজিয়েছি। আশা রাখছি ধৈর্য্য সহকারে পড়ে দেখবেন।
বাইনান্স স্কয়্যারের উল্লেখিত লেখার শুরুতেই লেখক সেই দেড় মাস আগের পুরনো গল্প টেনে এনেছেন যেটা আমরা কমবেশী সকলেই জানি। যেখানে বাইবিট এক্সচেঞ্জারের সিইও বেন ঝো (Ben Zhou,) পাইকে স্ক্যাম ও পিরামিড জাতীয় প্রজেক্ট হিসেবে মন্তব্য করেছিলেন এবং সেখানে তিনি চাইনিজ পুলিশের একটি ক্রাইম রিপোর্ট সবাইকে দেখিয়েছিলেন প্রমান হিসাবে। এই ছোট্ট হিংসার গল্পটা আমরা সবাই জানি। এমনকি আমি এই টপিকের উপড় একটি ভিডিও তৈরী করেছিলাম। যারা এখনও দেখেননি তারা আমার Reality of China Police Case on Pi Network ভিডিওটি দেখে নিতে পারেন।
A Pyramid Scheme in Disguise? টাইটেলের এই অংশে ৪ টি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। সেগুলি কতটা সত্য চলুন সেই বিষয়গুলিও দেখি।
- Referral-Based Growth: তিনি এই পয়েন্টটিতে পাই নেটওয়ার্কের ইনভাইটেশনকে MLM বা মাল্টিলেভেল মার্কেটিং এর সাথে তুলনা করেছেন। বস্তুত যেটিকে MLM বলে সেখানে ফ্রিতে কোন ইনভাইট হয় না। একজনের থেকে আরেকজনকে নির্দিষ্ট কোন প্যাকেজ ক্রয় করতে হয়। যেটি পাই নেটওয়ার্কের নিয়ম নয়। পাই নেটওয়ার্ক ইনভাইট সম্পূর্ণ ফ্রি। একই সাথে MLM এ একাধিক রেফার লেভেল থাকে যেমন ৩ টা ধাপ থেকে শুরু করে ১০ টি ধাপ পর্যন্ত। কিন্ত পাই নেটওয়ার্কে মাত্রই একটিই ধাপ ছিলো এবং সেটি সম্পূর্ণ ফ্রি।
- No Real-World Utility: এখানে উল্লেখ করা হয়েছে যে পাই নেটওয়ার্কের বাস্তবিকই কোন ইউটিলিটি এপ নেই। কিন্ত আপনি গুগলে গিয়ে যদি “pi network utility apps” লিখে সার্চ করেন তবে অনেক বড় একটি লিষ্ট পেয়ে যাবেন। এই তালিকাটি বন্যার পানিতে ভেসে আসে নাই। এছাড়াও অনেক থার্ড পার্টি কোম্পানী ইতিমধ্যেই পাই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার এক্সচেঞ্জ ও ভিসাকার্ড নিয়ে আসার উপড়ে সফলভাবে কাজ করতেছে। PiDaoSwap ও TELTLK INTERNATIONAL তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ যোগ্য কিন্ত বাইনান্স স্কয়্যারের লেখক কৌশলে এই বিষয়গুলি উল্লেখ করেনি। শুধু খারাব ও মিথ্যা জিনিসগুলি একে একে লিষ্ট করার পেছনে তার নিশ্চং কোন উদ্দেশ্য রয়েছে। সামনে সেগুলি সম্পর্কেও জানবো।
- Locked-Up Tokens: এখানে তিনি বলেছেন যে পাই নেটওয়ার্ক ব্যবহারকারীদেরকে উৎসাহ দিয়েছেন দীর্ঘ সময়ের জন্য পাই লক করার ব্যপারে যাতে মাইনিং স্পিড বৃদ্ধি পায়। এবং তিনি এটিকে HEX প্রতিষ্ঠাতা RH এর সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে RH এর নামে এখন লিগ্যাল মামলা রয়েছে। এই সুত্রে প্রথমেই বলতে হয় যে পাই নেটওয়ার্ক আর হেক্স এক জিনিস নয়। দ্বিতীয় কথা যেটা তিনি এখানে গোপন করেছেন সেটি হচ্ছে যে রিচার্ড হার্ড ২০২৫ সালে তার উপড় থাকা মিথ্যা মামলা থেকে নির্দোষ প্রমানিত হয়েছেন। প্রমান দেখতে চাইলে এই লিংকে ক্লিক করে মার্চের 2025 এর রিপোর্ট দেখে নিতে পারেন। আমি প্রমান করে দিলাম উপড়ের ২ টি অভিযোগই মিথ্যা ।
- No Open Mainnet: এখানে তো ডাইরেক্ট মিথ্যা বলা হয়েছে। বলা হয়েছে যে পাই এখনও মেইননেট আনে নি এবং ব্যবহারকারীদেরকে পাই ট্রান্সফার করতে বাধাঁ দেওয়া হচ্ছে। আসল ঘটনা কি তা তো সবাই জানি। পাই মেইননেট এখন সম্পূর্ণরুপে সচল এবং যে কেও পাই ওয়ালেট থেকে থেকে যেকোন এক্সচেঞ্জ বা অন্য ওয়ালেট এ ট্রান্সফার করতে পারছে। যেটাতে আরও প্রমানিত হয় যে পাই সঠিক ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট।
The Price Surge & Collapse: এই অংশে আরও মিথ্যা তথ্য লেখা হয়েছে। ভাল করে আপনারাও পড়ে দেখুন, আর আমিও একটু বুঝিয়ে বলছি।
- OKX এক্সচেঞ্জে নাকি পাই $0.67 মূল্যে লিষ্ট হয়েছে। কতবড় মিথ্যা চিন্তা করা যায়। সারা পৃথিবী সাক্ষি, এক যোগে সব যায়গায় $2.88 এর উপড়ে লিষ্ট হয়েছে। আর এটাই বাস্তব।
- এরপরে দাম $2 ডলারে উঠে পড়ে ক্রাশ হয়ে এখন $0.69 সেন্টে দাড়িয়ে আছে!
কতবড় মিথ্যা তথ্য লিখে রাখছে ভাবা যায়। একজন নতুন মানুষ সহজেই এই লেখাটি পড়ে পাই থেকে ভরসা হারাবে এবং পাই ট্রেডিং এর ধারে কাছেও আসতে সাহস করবেনা। অথচ সত্যটা আমরা সবাই জানি।
পাই নেটওয়ার্ক লিষ্টিং $2.88 মূল্য থেকে একসময় $0.60 এর আশে পাশে অবস্থান করে এবং খুবই অল্প সময়ের মধ্যে পুনরায় $3.33 সেন্ট পার হয়ে যায়। এবং এই মুহুর্তেও রানিং $0.89 সেন্টে অবস্থান করছে।
এত মিথ্যা তথ্য ভরপুর লেখাটি লেখার পেছনের কারণ কি তবে ?
আমি আমার $50PiCommunity তে বলেছিলাম, বাইনান্স ততক্ষণ পর্যন্ত পাই লিষ্টিং এর ঘোষনা দিবে না, যতক্ষণ না ভাল এবং কম দামে তার নিজের পাই কেনা হচ্ছে। এবারে শুনুন, শুধু বাইনান্স না, আরও অনেক হোয়ালরা পর্যন্ত বর্তমানে গুজব ছড়াতে ব্যস্ত যাতে দামটা $0.20 সেন্টের কাছাকাছি আসে এবং তারা কিনতে পারে।
মনে রাখবেন যারা আজকে পাই এর বদনাম করে আর্টিকেল লিখছে তাদের কেনা শেষ হলে তারাই আবার পাই এর প্রশংসা করে নতুন আর্টিকেল লিখবে যাতে আপনি আবার বেশী দামে পাই কিনতে পারেন এবং তখন তারা আপনার কম দামে বেচে দেওয়া পাই বেশী দামে সেল করতে পারে। আপনি শুধু ট্রাপে পড়বেন আর তাকিয়ে দেখবেন, কিন্ত খেলে যাবে ওরা।
তাহলে এখন করনীয়?
খুব সহজ। নতুন কোন থিওরী নাই। আমার পুর্বের নির্দেশনাগুলি ফলো করলেই চলবে। আমার পাই প্রেডিকশানের কোন পরিবর্তন হয় নাই। বাইনান্স এর এই আর্টিকেল যদি আপনার কাছে সত্যি মনে হয় তবে পাই থেকে ১০০০ হাত দূরে থাকতে পারেন, তাতে সারা পৃথিবীর পাই কমিউনিটি এবং আমাদের $50PiCommunity র কিচ্ছ আসে যাবে না।
হোল্ড করেন, দাম যত কম পাবেন, ধাপে ধাপে কিনতে থাকবেন। আবার যখন দাম উঠা শুরু হবে, আস্তে আস্তে প্রফিট নিতে থাকবেন। অন্যের পাতানো মিথ্যা ফাদেঁর কাছে ধরা পড়বেন না।
Ok vai
Ok vai. I am with you
Ok,brother
ধন্যবাদ ভাই। আমাদের কাছে ম্যাসেজ দেয়ার জন্য।
good vai
yes,
ভাই,আপনার পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি,
পাই যদি ০.৬৫$ এর নিচে আসে তাহলে ২৫$ দিয়ে ৫x লেভারেজ নিয়ে ফিউচার ট্রেডিং করবো। যা আছে কপালে।
এক সময় বিটকয়েন কে স্ক্যামের হাত বাকসো বলত মানুষ। পাই হোল্ড করলাম ১০ বছরের জন্য,যা আছে ভাগ্যে
Thanks,your research helpful
Thanks for motivation Carry on boss
ধন্যবাদ, দোয়া ও ভালবাসা নিবেন, পাশেই থাকবেন।
Thanks for kind information.
ধন্যবাদ ভাই, তথ্যনির্ভর প্রমাণ দেয়ার জন্য।কে কি বললো থুরাই কেয়ার, ছিলাম,আছি, থাকবো ইনশা আল্লাহ।
সত্যের সাথে থাকলে নিশ্চয় জয়লাভ আমাদের। ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন সবাই ধোঁকাবাজি করতেছে
ধন্যবাদ ভাই। ভরশা দেয়ার জন্য।
Thanks vai
আপনার কথায় শান্তি পাই আর পাই নিয়ে গর্ব হয়। ধন্যবাদ ভাই
good bro
ইনশাআল্লাহ ভাই পাই যদি $0 হয় হাল চারবো না ইনশাআল্লাহ
অকাট্য সত্য বলেছেন ভাই একটু আগে আমি সাতশি নাকামতো’র একটি পোস্ট পরে আসল গোমর উগঘাটন করতে পেরেছি। সেখানে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ব্যাপারে কঠিন একটা হিংসাত্মক সত্য যুক্তি তুলে ধরেছেন যা চরম বাস্তব সত্য। ইংশা-আল্লাহ্ ৬ বছর ধ্বৈর্য ধরেছি আরও ২/৪ বছর কোন ব্যাপার না। আমারা সফল হবোই।
আমরা জানি ক্রিপ্টতে কি ধরনের ম্যানুপুলেশন হয়। এটাও তার অংশ না ভাবার কোন কারন নাই। নিদিষ্ট বিষয়ে আপনার যথাযথ পড়াশুনো বা বিশ্লেষণ এমন কি বোধগম্যতার অভাবে একেবারে ধরাশায়ী হযে যেতে পারেন। অন্যদিকে বিশাল এক সুযোগ আছে বিচক্ষণতার সাথে সামলাতে পারলে আপনি অনেক বড় সম্পদের দেখা পেতে পারেন। তাই দেখে,পড়ে,জেনে সত্যি মিথ্যার প্রভেদেই আপনার প্রকৃত সাফল্য। All the best.
Assalamu alaikum , vaiya kmn acen
akta site eta niy epost diyece positive thiking, ami link diye dilam ekhane
https://pipsinfo.com/pi-network-revolutionary-crypto-or-the-next-big-scam-debunking-binance-squares-claims/
হায় হায়, আমার পোষ্ট টা এভাবে কপি করে দিলো! আমার মূল বক্তব্য বাংলা থেকে ইংরেজী করে দিয়েছে।
Pi সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। pi এর দাম ৳.০০০০০১ হলেও একটা পাইও বিক্রি করবো না। ১০০০% গ্যারান্টি। এখানে হারানো কিছু নাই। পাই মাইনিং করতে আমার কোন টাকা খরচ করতে হয়নি। তাই হারানো বা লস হবার কিছি নাই।