আন্তর্জাতিকভাবে ব্যাংকিং সেবার সাথে ক্রিপ্টোর সম্পর্ক কে অবাধ করে দেওয়া হলো!
FDIC ( Federal Deposit Insurance Corporation ): আমেরিকান কংগ্রেস তৈরীকৃত একটি সরকারী স্বাধিন সংস্থা। দেশের অর্থনৈতিক নীতিমালা ও দেখভাল করায় যাদের অন্যতম দ্বায়িত্ব। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে খোদ আমিরিকাতেই ক্রিপ্টোর উপড় অনেক ধরনের বিধি নিশেধ করে রাখা হয়েছিলো। অনেক নিয়ম কানুন ধরা বাধা নিয়ম ছিলো। সরাসরি ব্যাংকি সেবার সাথে ক্রিপ্টোর সম্পর্ক ছিল না বললেই চলে। ব্যাংকিং সেবার সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য যখন XRP সিষ্টেম এগিয়ে আসে তখন তাকে বিভিন্ন প্রকার মামলা ও প্রশ্নের সম্মুখিন হতে হয়। এরকম আরও বেশী কিছু নামি দামি ক্রিপ্টো সংস্থা কাজ করার জন্য এগিয়ে আসলে বিভিন্ন কেস কারবারীতে তাদের সেই গতীপথ স্লো হয়ে যায়।
এসবের দিকে তাকিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো ও ব্লকচেইন প্রধানদেরকে খানিকটা আশ্বস্ত করেছিলো যে তিনি ক্ষমতায় এলে এই সমস্ত বাধা বিপত্তীগুলি উঠিয়ে দিবেন। ক্রিপ্টোকারেন্সী সার্ভিস যাতে সর্বোতভাবে ব্যবহার উপযোগী হয় সেই লক্ষে তিনি নতুন আইন পাশ করবেন।
FDIC এর পূর্বের নিয়ম অনুযায়ী ২০২২ সালের ৭ এপ্রিল, প্রতিষ্ঠান পত্র (FIL-16-2022) একটি বিশেষ ঘোষনা প্রকাশ করেছিল, যেখানে টাইটেল শিরোনাম ছিল “ক্রিপ্টো-সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণের বিজ্ঞপ্তি” । এতে বলা হয়েছিল, FDIC তত্ত্বাবধানে থাকা যেসব প্রতিষ্ঠান ক্রিপ্টো-সম্পর্কিত কার্যক্রমে অংশ নিতে চায়, তাদেরকে কাজ শুরুর পূর্বে এফডিআইসিকে অবহিত করতে হবে।
খুশীর খবরটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে FDIC FIL-16-2022 বাতিল করে দেওয়া হয়েছে মাত্র কয়েকদিন আগে। একই সাথে নতুন নির্দেশনা প্রদান করেছে সংস্থাটি। যেখানে স্পষ্ট করা হয়েছে যে, “তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানগুলো পূর্ব অনুমোদন ছাড়াই অনুমোদিত ক্রিপ্টো-সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।” । এই বিষয়ে অফিশিয়াল ঘোষনাটি চাইলে এই লিংক থেকে পড়ে দেখতে পারেন। এটি ছাড়াও আপনি অনলাইনে সার্চ করে আমার কথা সত্যতা মিলিয়ে নিতে পারেন।
XRP, ADA এবং XLM এগুলি খুবই পরিচিত নাম যারা ক্রিপ্টো এবং ব্যাংকিং সেবার উপড় কাজ করতেছে। আমেরিকান সরকারের নতুন নিয়মটি ক্রিপ্টো কারেন্সির দুনিয়াকে আরও কতটা সামনে এগিয়ে নিয়ে আসলো তা একটু ভাবলেই বুঝতে পারবেন। পাশাপাশি যারা এতদিন একটা বাধার সম্মুখে আটকে ছিলো তারাও এবার স্বাধিন গতীতেত তাদের কাজ কে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
পাই নেটওয়ার্ক XLM এর Stellar Consensus Protocol (SCP) ব্যবহার করে। সেই XLM ইতিমধ্যেই ক্রিপ্টোর ব্যাংকিং লিষ্টে ঢুকে বসে আছে। ৫০ বিলিয়নের সাপ্লাই নিয়ে প্রতিটি XLM এর বর্তমান দাম $0.21 সেন্ট করে। যেখানে ১০০ বিলিয়ন সাপ্লাই নিয়ে এই মহা ডাউনেও প্রতিটি পাই কয়েনের দাম এখনও $0.55 সেন্টের উপড়ে। XLM এর নামটি যদি এমন অবস্থাতেও লিষ্টে থাকতে পারে সেখানে পাই নেটওয়ার্ক তো সারা বিশ্বের সাথে কাজ করছে। লিষ্টে আমরা পাই প্রজেক্টের নামও দেখতে পারবো সেদিন টি হয়ত বেশী দূরে নেই।
নিত্য নতুন বিভিন্ন কোম্পানী পাই নেটওয়ার্কের উপড় ইতিমধ্যেই হরেক রকম নতুন সিষ্টেম নিয়ে কাজ শুরু করে দিয়েছে। পৃথিবী আর কতদিন পাই থেকে মুখ ফিরিয়ে নিবে? পাই নেটওয়ার্কের পাই কয়েন কোন সাধারন এয়ারড্রপ প্রজেক্ট এর মত নয়। সেই সুদিন একদিন নিশ্চয় সবার সামনে ধরা দিবে। প্রশ্নটি হচ্ছে সেই সুদিনে আপনি বা আমি পাই নেটওয়ার্কের পাশে থাকতে পারবো কি না !
Great post
ইনশাআল্লাহ পাই নেটওয়ার্কের সঙ্গে থাকবো এবং ভালো প্রফিট নিব ইনশাআল্লাহ আমরা সবাই আপনার গাইডলাইন সব সময় ফলো করি বস আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় কথাটা মনে রাখবেন
সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকবো
ভাই ২০২৩ সাল থেকে পাই মাইনিং এ যুক্ত হয়েছি। দুঃখের বিষয় হচ্ছে পাসকি হারিয়ে যাওয়ায় ১ম মাইগ্রেশন এর ১২১ পাই হতে বঞ্চিত হয়েছি তথাপি মাইনিং চালিয়ে যাচ্ছি। যেভাবে একেরপর এক ওয়া জজলেট আপডেট চাচ্ছে জানিনা ২য় মাইগ্রেশন পাবো কিনা। তবে ইতোমধ্যে ১ ডলার করে ১০টি পাই বিটগেট এক্সচেঞ্জে কিনে রেখেছি, প্রয়োজনে এটি কে দীর্ঘ সময় ধরে লালন করবো ইনশাআল্লাহ। আর যদি ২য় মাইগ্রেশন বরাদ্দ পাই তাহলে তো কথাই নেই। সেগুলো ভবিষ্যতের এফডিআর হিসেবে রেখে দেবো।
ভাল পরিকল্পনা। মাইনিং করে যান। কোন অবস্থাতেই ফ্রি কয়েন উৎপাদন বন্ধ করা যাবে না।
ইনশাআল্লাহ আছি পাই এর সাথে ১০ বছর পর্যন্ত হোল্ড করবো যদি বেঁচে থাকি 🙏🙏🙏🙏
২০২০ সাল থেকে পাই মাইনিং করতেছি। ছয় বছর হয়ে গেল। ৬ বছর ধরে যখন মাইনিং করেছি তখনই যখন পাইকে ছেড়ে যাইনি এখন তো ছাড়ার প্রশ্নই আসে না। পাইয়ের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ। মাইনিং করা পাই একটাও এখন পর্যন্ত বিক্রি করেনি। লক্ষ্যে পৌঁছে ছাড়া বিক্রি করার ইচ্ছাও নাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আপডেট আমাদের সাথে শেয়ার করার জন্য 😍😍
Great
ইনশাআল্লাহ ভাই আছি❤️
Pi coin ta onek vlo token amr 2 account nosto hoye gase amar vuler karone kase tk hole pi kine long time ar jonno pi kine hold kobo..
Holding target 2050
২০৫০ সাল বহু লোকের কপালে থাকবে না। বেচেঁ থাকবো কি না শিউর না। হয়ত সেদিন বিদ্যুৎ বলতে কোন কিছু পৃথিবীতে নাও বা থাকতে পারে।
ইনশাআল্লাহ আছি ভাই
Pi price 100$ then it will be sold.
আমি যদি মনে করি প্রতি মাসে ৫০০ মিলিয়ন করে কয়েন আনলক হবে তাহলে ১০০ মাসে ৫০ বিলিয়ন কয়েন হবে এখন প্রায় আছে ৭ বিলিয়ন তাহলে কি ১০০ বিলিয়েন্ট কয়েন মার্কেটে ভবিষ্যতে কোনদিন আসবে একটু বিস্তারিত বলুন।
মাইনিং রেট তো দিনে দিনে কম হতেই যাচ্ছে তাহলে কি করে সম্ভব
সম্পূর্ণ সাপ্লাই ৩০ বছরেও মার্কেটে আসবে কি না সন্দেহ আছে।
Knowledgeable post.
Thank u so much!