HoudiniSwap

HoudiniSwap: Openning a Multi Bridge for Pi Network

পাই নেটওয়ার্কের জনপ্রিয়তা বেড়েই চলেছে দিন দিন। পাই শুধু একটা ক্রিপ্টোকারেরেন্সি নয়, বিশ্বজুড়ে লাখো মানুষের স্বপ্ন। নতুন নতুন টিম আর প্রকল্প পাইয়ের সাথে জুড়ছে, যা এটাকে আরও জনপ্রিয় আর শক্তিশালী করছে। এর মধ্যে একটা নতুন নাম HoudiniSwap—একটা প্ল্যাটফর্ম যা পাই কমিউনিটির জন্য ট্রেডিংকে সহজ আর নিরাপদ করে তুলবে।

আমরা যারা ক্রিপ্টো র জগতে পা রেখেছি, তারা জানি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোর সীমাবদ্ধতা, KYC – এর ঝামেলা, অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয়, বা হঠাৎ কোনো কয়েন বাদ পড়ে যাওয়ার আতঙ্ক। এসবের মাঝে ডিসেন্ট্রালাইজেড সাইটগুলো আমাদের জন্য আশার আলো। এবার HoudiniSwap এসেছে সেই আলোকে আরও উজ্জ্বল করতে। HoudiniSwap বর্তমানে পাই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। যদিও তারা সরাসরি Pi টোকেন লিস্ট করেনি, তাদের ক্রস-চেইন সুবিধা এবং Uniswap – এর মতো জনপ্রিয় ডেক্সের সাথে ইন্টিগ্রেশন পাই কমিউনিটি র জন্য ভবিষ্যতে একটি বিশাল সুযোগ তৈরি করবে। এটি শুধু ট্রেডিং নয়, পাইকে বিশ্বের বিভিন্ন ব্লকচেইনের সাথে সেতুবন্ধনের একটি মাধ্যম হিসেবে কাজ করবে। আপনি চাইলে ওয়েবসাইটি ভিজিট করতে পারেন। তবে পাই কোর টিমের অফিশিয়াল ঘোষনা না আশা পর্যন্ত যে কোন সাইটে আপনার পাই ওয়ালেট কানেক্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন।

এইভাবেই একটু একটু করে আমরা আমাদের স্বপ্ন পূরণের সাক্ষী হবো। পাই নেটওয়ার্কের সাথে HoudiniSwap! এটা তো মাত্র শুরু। একই মিশন নিয়ে আরেকটি প্রজেক্ট ডেভেলপ হচ্ছে যার নাম PiDAO Swap। এই প্রজেক্ট সম্পর্কে জানতে PiDAO SWAP is Built for Pi Network! এই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *