Interlink ITLG Airdrop

Interlink ITLG will be Next SIDRA ?

Sidra Coin (SDA) আমাদের সবাইকে কি পরিমান প্রফিট দিয়েছে সেটা আমরা যারা ভাল প্রাইচে থাকা অবস্থায় সেল করতে পেরেছি তাদেরকে আর বলতে হবে না। শুধু হাতে গোনা কিছু মানুষ সিদরা মাইনিং এর বাজে ভেরীফিকেশান Sidra KYC এর ফলে হয়ত এখনও সেল করতে পারিনি বা পরবর্তীতে এখন কিছু কম দামে সেল করেছি। কিন্ত অবশ্যই এটা স্বিকার করতে হবে যে বহুিইউজার সিদরা থেকে ভাল পেমেন্ট পেয়েছেন এবং বর্তমানেও পেয়ে যাচ্ছেন। কারন সিদরার মাইনিং এখনও চলছে।

আপনি সিদরা সম্পর্কে মাত্র জেনে থাকেন এবং এখনও সিদরা মাইনিং করছেন না তাহলে এই Sidra Mining Airdrop এ ক্লিক করে জয়েনিং তথ্য দেখে শুনে এখুনি জয়েন হয়েও মাইনিং শুরু করতে পারেন।

এবারে আসি আসল কথায়। মার্চ 2025 এ একটি হিউম্যান নোড ফ্রি মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে। প্রজেক্টটি হচ্ছে Interlink ITLG । যেখানে সরাসরি একজন ইউজারের অরিজিনাল ফেস ভেরীফাই এর মাধ্যমে মোবাইল সিপিইউ এর মাধ্যমে নোড রান করে তাদের টেষ্ট টোকেন মাইনিং করা যাচ্ছে। এই প্রজেক্ট টি অন্যন্য প্রজেক্ট থেকে সম্পূর্ণ আলাদা। ইতিমধ্যেই তারা Monad Blockchain এর সাথে তাদের পার্টনারশীপ থাকার কথা ঘোষনা করে দিয়েছে। যা থেকে ভবিষ্যতের ভাল একটা এয়ারড্রপ রিসিভ করার সর্বোচ্চ সম্ভাবনা দেখা যায়।

মজার বিষয় হচ্ছে অনেকে মনে করছেন যে Interlink ITLG অফারটি সিদরার মত প্রফিট দিতে পারে! বিষয়টি আপনার কাছে কতটুকু ‍যুক্তিযুক্ত মনে হয় নিচে কমেন্ট করে জানাবেন। Interlink ITLG Video টি না দেখে থাকলে নিচ থেকে প্লে করে শুরুতে দেখেও নিতে পারেন।

2 Comments

  1. Belal Hosen

    আমি এখন ইন্টারলিং এ জয়েন করতে পারি নাই ভাই ফেইস দিলে সার্ভার ইরর দেখায়

    • ফোনের ক্যামেরা অথবা ইন্টারনেটের সমস্যা হতে পারে। অন্যকারও ভাল ফোন দিয়ে এবং ভাল নেটওয়ার্কে চেষ্টা করে দেখেন, কাজ হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *