ISO 20022

ISO 20022 Crypto Coin List 2025

ক্রিপ্টোকারেন্সি প্রতিনিয়ত জীবনের অংশ হিসাবে প্রমানিত হচ্ছে। যারফলে প্রতিটা মুহুর্তে নিত্য নতুন ব্যবহারকারী যোগ হচ্ছে ক্রিপ্টো পরিসেবার সাথে। তবে এখানেও রয়েছে বিভিন্ন প্রকার আর্থিক ঝুকি ও প্রতারণার ফাঁদ। সেসব থেকে সুরক্ষা করতে যোগ হচ্ছে নানাবিধ নীতি মালা। পাশাপাশি আন্তর্যাতিকভাবে বিভিন্ন অর্থনৈতিক শাখাগুলি প্রত্যেকেই স্ব স্ব ভাবে সেফ ট্রান্সফার নীতিমালা বা পদ্ধতী নির্ধারন নিয়ে কাজ করছে।

ইলেকট্রিক মানি ট্রান্সফারে ISO 20022 একেবারে সর্বশেষ প্রণিত নীতিমালা। যেখানে নতুনকরে ক্রিপ্টো ট্রান্সফার কে ইলেকট্রিক মানি ট্রান্সফারের সাথে যুক্ত করা হয়েছে। এরই মধ্যে মার্চ ২০২৫ এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোর উপড় সকল ধরনের বিধি নিশেধ তুলে দিয়েছেন। যার ফলে ISO 20022 এ কাজ করাটা আরও সহজতর হয়ে গেলো। খুব শীঘ্রই হয়ত একদিন সবাই দেখতে পাবো ইলেকট্রিক মানি ট্রান্সফারের লিষ্টে আমাদের পছন্দের ক্রিপ্টো কয়েনের নাম। আজকে পোষ্টটিতে সেই তালিকাটিই আপনাদেরকে দিতে যাচ্ছি।

ISO 20022 এ Wire Transfer উপযোগী ক্রিপ্টো কয়েনের নামগুলি দেখে নিন। যারা ইতিমধ্যেই ‍Standard Coin সারিতে উপস্থিত হয়ে বসে রয়েছে:

  • XRP: উন্নত গতী সম্পন্ন ব্লকচেইন। ক্রস বর্ডার পেমেন্ট ব্যাংকিং পরিসেবা উপযোগী করে তৈরা করা হয়েছে। এই মুহুর্তে পাওয়ারফুল ক্রিপ্টো লিষ্টের ৪র্থ নাম্বারে অবস্থান করছে।
  • Cordano (ADA): গবেষনা নির্ভর ব্লকচেইন সার্ভিস। নিশ্চয়তা ও নিরাপদ সেবা প্রদান করে আসছে। এই মুহুর্তে পাওয়ারফুল ক্রিপ্টো লিষ্টের ১০ নাম্বারে অবস্থান করছে।
  • Quant (QNT): অভারলেডজার (Overledger ) প্রযুক্তির মাধ্যমে এক বা একাধিক বা ভিন্ন ভিন্ন ব্লকচেইনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে কাজ করতে সক্ষম। ৬৯ নাম্বার এ অবস্থান করছে।
  • Alogran (ALGO): একটি উচ্চ গতী সম্পন্ন ব্লকচেইন। ব্লকচেইন এপ্লিকেশনের উপড়ে কাজ করে থাকে। কয়েনমার্কেটক্যাপ তথ্য অনুযায়ী ৫২ নাম্বারে অবস্থান করছে।
  • Steller (XLM): দ্রুত গতী সম্পন্ন, কম খরচে ট্রান্সফার এবং আন্তর্জাতিক শপিং ফাইনান্স ও পেমেন্ট উপযোগী ব্লকচেইন। কয়েনমার্কেটক্যাপ তথ্য অনুযায়ী ১৪ নাম্বারে অবস্থান করছে।
  • HEDERA (HBAR): লেডজার হ্যাশগ্রাফ টেকনোলজীর উপড় তৈরীকৃত দ্রুত গতীসম্পন্ন ব্লকচেইন। কয়েনমার্কেটক্যাপ এর তথ্য অনুযায়ী HBAR কয়েনটি ১৭ নাম্বার পজিশনে রয়েছে।
  • IOTA (MIOTA): গ্যাস ফি বিহীন স্বল্পমাত্রার দ্রুত গতী সম্পন্ন ব্লকচেইন সার্ভিস।
  • XDC (XDC Network): একটি হাইব্রিড ব্লকচেইন টেকনোলজী। সারা বিশ্বের ব্যবসা, ও পেমেন্টে জাতীয় সার্ভিস প্রদানে ব্যবহার করা হয়ে থাকে।
  • Internet Computer (ICP): DAO কন্ট্রোল, Web3 , Social Media ও GameFi সহ নানাবিধ সিকিউর ট্রান্সফারের উপড় কাজ করে থাকে। কয়েনমার্কেটক্যাপ এর তথ্য অনুযায়ী ICP কয়েনটি ৩৬ নাম্বার পজিশনে রয়েছে।
  • Casper (CSPR): ইনষ্ট্যান্ট ট্রান্সফার ও কম খরচের উপড় বিশেষভাবে কাজ করে থাকে। Coinmarketcap এর তথ্য অনুযায়ী CSPR কয়েনটি 258 নাম্বার পজিশনে রয়েছে।
  • LCX: সুবিধাজনক পেমেন্ট ও নিশ্চিত নিরাপদ ব্লকচেইন তৈরী করতে সহযোগীতা করে থাকে। Coinmarketcap এর Rank অনুযায়ী LCX কয়েনটি 260 নাম্বার পজিশনে রয়েছে।
  • Constellation (DAG): অনেক বড় এবং একাধিক ব্লকচেইন ইকোসিষ্টেম এর সাথে পার্টনারশীপ রয়েছে আমেরিকান এই কোম্পানীর। ডাটা এবং ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের উপড় কাজ করে থাকে। Coinmarketcap এর Rank 290.
  • Sologenic (SOLO): প্রতিষ্ঠানটি ডিজিটাল ডেক্স ও ট্রেডিং এর উপড় কা করে থাকে। কোম্পানীর সাথে Glaxe, XRP, Bankxa সহ আর অন্যন্য ক্রিপ্টোটিম জড়িত। Coinmarketcap এর Rank 322.
  • COREUM: ব্লকচেইন ইকোসিষ্টেম। বড় বড় বিজনেস প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকে। কেও আবার কোর কয়েন ভেবে বসে থাইকেন না। এটা কোর কয়েন নয়। যাহোক, Coinmarketcap এর Rank 478.
  • Energy Web Token (EWT): একটি ওপেনসোর্স টেকনোলজি। দ্রুদগতী ট্রান্সফার ও গ্লোবাল এনার্জি সিষ্টেমের উপড় কাজ করে থাকে। কয়েনমার্কেটক্যাপ পজিশন 744.
  • Aperture Finance (APTR): সিলিকন ভ্যালির বেশ কিছু দক্ষ ডেভেলপার এই ব্লকচেইনটি ডেভেলপ করেছে। ডিসেন্ট্রালাইজড ট্রেডিং সার্ভিস প্রদান করে থাকে। CMC পজিশন 4341.
  • Xahau (XAH): স্মার্ট ব্লকচেইন সার্ভিসের উপড় তারা কাজ করছে। তাদের চেইন এখনও সম্পন্ন প্রস্তুত হয়নি। লিষ্টিং এর ক্ষেত্রেও মাত্র ৩ সেন্টালাইজড এক্সচেঞ্জে লিষ্টিং হয়েছে। তবে তাদের সাপ্লাই অনেক কম পাওয়া গেলো। যাহোক, বর্তমানে তাদের কয়েনমার্কেটক্যাপ পজিশন 4703.

আপাতত আমার তালিকা এ পর্যন্তই। এই লিষ্টে এমনও কিছু কয়েন পেলাম যারা পাই কয়েনের কাছে তেমন কিছুই না। ভাবছি এদের মধ্যেকার সেই সব কয়েনগুলিও যদি ভবিষ্যতের ক্রিপ্টো ব্যাংকিং এর তালিকায় চলে আসতে পারে তবে পাই কয়েন লিস্টে আসার টপ পজিশন ছিনিয়ে নেওয়া কেবল সময়ের ব্যপার মাত্র।

অনেক কষ্ট করে পোষ্টটি রেডি করেছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি ভাল লাগলে আপনাদের টিম মেম্বারদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

71 Comments

    • Razaul Karim Rupom

      এই লিষ্টে এমনও কিছু কয়েন পেলাম যারা পাই কয়েনের কাছে তেমন কিছুই না। ভাবছি এদের মধ্যেকার সেই সব কয়েনগুলিও যদি ভবিষ্যতের ক্রিপ্টো ব্যাংকিং এর তালিকায় চলে আসতে পারে তবে পাই কয়েন লিস্টে আসার টপ পজিশন ছিনিয়ে নেওয়া কেবল সময়ের ব্যপার মাত্র।
      ইনশাআল্লাহ পাই কয়েন লিস্টের প্রথমে থাকবে

  1. ইমরান

    ধন্যবাদ ভাই।আপনার পরামর্শ আমাদের সামনে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়।

    • Sabuj

      ধন্যবাদ ভাই আপনার আরটিক্যাল পড়লে মনে শক্তি আসে।আপনার জন্য দোয়া রইল

      • আপনার জন্যেও ভালবাসা ও দোয়া রইলো।

      • Ibrahim Evu

        Thanks vai pi er update jananur jonno

    • Samim Hossen

      Mon theke Dua r valobasa roilo apnr Jonno vai ❤️❤️

  2. noyon ahmed

    ইনশাল্লাহ পাই একদিন সবার উপরে থাকবে

    • Rs Rafi

      In sha allah pi new look loading……………..🥰

  3. MD SHARIFUL ISLAM

    ভাই তাহলো তো একটা সময় পর পাই খেলা দেখাবে। XLm Xrp Ada আর কিছু কয়েন এর নাম বইলেন যা আজকে কিনে রাখলে ১০ বছর পর ভালো একটা প্রফিট আমরা পেতে পারি।
    তার মধ্যে পাই অন্যতম সেটা ছাড়া অন্য কিছু আছে কি থাকলে জানাবেন। ধন্যবাদ ভাই

    • MD MUKTER HOSSAN

      ধন্যবাদ ভাই

    • NUR MOHAMMED

      One of the best informative article , thanks for your research

  4. Kholayed Ahmed

    তথ্য নির্ভর গবেষনা, এগিয়ে যান ভাই। আছিতো আমরা সকলেই।

    • Sakib

      অনেক গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ ভাই ♥️♥️♥️

      • আপনাকেও অনেক ধন্যবাদ ও ভালবাসা।

  5. Md Samiul Islam

    পাই কখন তার লক্ষে পৌছাবে সেই আশা আছি

  6. MD NAHID HASAN

    very nice information.Tnx Mr Daud vi.

  7. Nobin

    যা থাকে কপালে পাই হোল্ড করবো ১০ বছর তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা
    হইলে কুপ নইলে নিশ্চুপ 🥰🥰🥰🥰

    • Md Mamun

      গুরুত্বপূর্ণ অজানা তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

    • Masum_ Famous

      ইনশাআল্লাহ, আমাদের আশা পুরণ হবে।

  8. Md Motahar Hossain

    ধন্যবাদ ভাই সঠিক তথ্য সংগ্রহ করে উপস্থাপন করার জন্য।

  9. রানা মিয়া

    মাশাল্লাহ অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন অনেকগুলো গেমিং কয়েনের ধারণা দিয়েছেন সব সময় আমাদেরকে সাপোর্ট এবং সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন থ্যাংক ইউ প্রিয় বড় ভাই আপনার জন্য মন থেকে শুভকামনা রইল

    • Rasel

      চমৎকার আর্টিকেল। ভালোবাসা নিবেন প্রিয় ভাই ❤️❤️❤️❤️

      • আপনার জন্যেও ভালবাসা ও দোয়া থাকলো।

  10. Haidar

    এই বিষয়ে আপনার একটা ভিডিও দেখেছি কিছু দিন আগে

    • জ্বি, এরকম একটা ভিডিও ছিলো। তবে তালিকাটি লেটেষ্ট।

      • মোঃ এবাদুল ইসলাম

        আলহামদুলিল্লাহ 🤲

    • Sabuj

      ধন্যবাদ ভাই আপনার আরটিক্যাল পড়লে মনে শক্তি আসে।আপনার জন্য দোয়া রইল

      • আপনার জন্যেও ভালবাসা ও দোয়া থাকলো।

  11. Msa Shorif

    Pi Network লিস্টিং হয়েছে কিন্তু এখনো তাদের ওপেন নেটওয়ার্ক মেইন নেট আসিনি যেদিন মেদনিত আসবে সেই দিন Binance অথবা coinbase এ লিস্টিং হবে এবং তাদের মাইনিং ও শেষ হয়ে যাবে তখন বুঝবেন তাদের মেইনের চলে আইছে তবে 2025 এর ভেতরে নভেম্বর মাসে Pi Coin price 200$ করবে আশা করা যাচ্ছে যদি ওদের ওপেন নেটওয়ার্ক নিয়ে আসে তাহলে Binance ও লিস্টিং করবে আর coinbase ও লিস্টিং করবে তারপর পাই কয়েনের দাম আকাশ ছুঁয়ে যাবে ২০০ ডলার হিট করবে ইনশাআল্লাহ পিকচার আভি বাকি হে

  12. Murad Sheikh

    Ami pi coin sell disi 33 taka kore onek age lister por sell dile paitam 1.34000 taka pi silo 633 pis ki bastaina kaylam

  13. MD MEHEDI HASAN BAPPY

    আমাদের জন্য অনেক কষ্ট করে আপনি আর্টিকেলগুলো লেখেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা যারা এই গ্রুপটিতে আছি তারা আমাদের প্রিয় দাউদ ভাইয়ের গাইডলাইন ফলো করে চলব ইনশাআল্লাহ তাহলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভজনক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি । অনেক অনেক ভালোবাসা রইলো দাউদ ভাইয়ের জন্য , আসসালামু আলাইকুম দাউদ ভাই ।

  14. Mohammed Limon Ahmed

    জনাব দাউদ ভাই।
    আশা করি ভালো আছেন।
    আপনার লিখা গুলো পড়ে অনেক কিছু জানতে পারি।
    জাজাকাল্লাহ খাইরান। আমার ১০৪৬ টি মাইনিং কয়েন আছে।লক করা।
    কিছু কিনে রেখেছি লং-টার্ম এর জন্য। টার্গেট ৫০ হলে সেল দিবো যা আপনার সাথে ওয়াদা করেছি।

  15. Md Aminul Islam Azad

    অনেক কিছু জানতে পারলাম।

  16. Md. Jahangir Parvez

    ছবিটা খুবই সুন্দর হয়েছে। আপনার গবেষণামূলক পোস্টগুলো খুবই ভালো লাগে। শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম। মহান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন। আমিন।

  17. Arman Mia

    Pi নিয়ে দাউদ ভাই এর ভিডিও বেস্ট সব ইউটিউবার থেকে।

  18. MD. MONIRUL ISLAM

    একদিন এই পোস্টগুলি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ সেদিন পর্যন্ত আমরা সবাই যেন বেঁচে থাকি

  19. Ahamed Sarawar

    অনেক অনেক ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য ।

  20. মাহফুজুর রহমান

    খুবই তথ্য বহুল লিখা। অনেক কিছুই নতুন জানলাম। ধন্যবাদ । এত তথ্য পূর্ণ লিখা উপহার দেয়ার জন্যে।

  21. Rasel

    ভালোবাসা নিবেন প্রিয় ভাই ❤️❤️❤️❤️

  22. Mosharrof perves

    এত সুন্দর করে সাজিয়ে লেখা একমাত্র আপনার দ্বারাই সম্ভব দাদা। আপনার দ্বারাই শিখতে চাই ক্রিপ্টোর ভিতরে গোপন কথা।

    • অনেক ধন্যবাদ। ভালবাসা ও দোয়া জানিবেন।

  23. mdalamgir

    অসংখ্য ধ্যানোবাদ ভাই নিউজ টা দওয়ার জ্যানে

  24. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে কি বলে যে ধন্যবাদ জানাই আপনাকে। বাসায় প্রকাশ করতে পারছি না। তবে চাই যে আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন এবং সকলকে উপকার করার মত মন-মানসিকতা দান করেন।

    • অনেক ধণ্যবাদ ভাই। ভালবাসা ও দোয়া রাখবেন।

  25. Repel

    পাই আর আপনার উপর বিশ্বাস রয়েসে

  26. মোহাম্মাদ সুমন

    তথ্যগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ
    ধন্যবাদ দাউদ ভাই।

  27. Feroz Abdullah

    সম্পুর্ন লেখাটি পড়ালাম, খুব ভালো লাগলো, মাঝে মাঝে এইরকম তথ্যনির্ভর লেখা পেলে আমরা অনেক কিছু জানতে পারবো।
    তাই আশা করি এরকম লেখা ভবিষ্যতে আরো পাবো।

  28. Md. Juwel Shaikh

    ইনশাআল্লাহ ভালো কিছু হবে, অপেক্ষায় থাকবো সেই সুদিনের। ভালো থাকবেন ভাই, ভালোবাসা অবিরাম।

  29. Md Rabiul Alam

    ধন্যবাদ ভাই,,,অনেক কিছু অজানা ছিল! আপনার মাধ্যমে জানা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *