পাই একাউন্টে সঠিক ইমেইল সেট বা পরিবর্তন করেছেন তো?
সেই শুরু থেকে আমরা যদি পাই অ্যাকাউন্টগুলির নিরাপত্তার দিকে তাকাই তাহলে সেখানে ফোন নম্বরকেই ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা হতো, ইমেইলকে নয়। যদিও প্রথমদিকে এটি সুবিধাজনক ছিল, তবে এই পদ্ধতিটি চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল, কারণ এসএমএস বা ফোন নম্বরে টেক্সট মেসেজ না পৌছানোর কারণে, আবার অনেক সময় ফোন নাম্বার হারিয়ে যাবার কারণে ভেরিফিকেশনে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হতো। এবং পাশাপাশি এটি ছিলো খানিকটা ব্যয়বহুল।
এই সমস্যাগুলি মোকাবেলার আলোকে, এবং যেহেতু পাই নেটওয়ার্কটি এখন আগের চেয়ে আরও এডভান্স লেভেলে নির্ভরযোগ্য প্রমাণীত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ব্যবস্থাপনা হচ্ছে KYC এবং লাইভনেস ভেরীফাই। এমন মুহুর্তে সময় হয়েছে ফোন নম্বরের উপর নির্ভরশীলতা সরে এসে থেকে ইমেইল-ভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২FA) ভেরিফিকেশন চালু করার।
ভবিষ্যতের জন্য ফ্রেস কী সংসোধন বা অন্যন্য যে কোন পরিবর্তনে এখন আর মোবাইল এসএমএস এর জন্য আপনাকে আটকে বসে থাকতে হবে না। আপনার ইমেইল ব্যবহার করে সম্পূর্ণ ফ্রি তেই সকল কার্যাবলী সম্পাদন করতে পারবেন। যে কারণে আপনি অবশ্যই আপনার ইমেইল এ ভাল একটি ইমেইল ব্যবহার করবেন। ফোন নাম্বারে মেসেজ রিসিভ করার মাধ্যমেও আপনি চাইলে আপনার পুরনো ইমেইল বদলে নিতে পারেন খুব সহজেই।
পাই নেটওয়ার্কের সিকিউরিটির এই পর্যায়ে এখনও অনেক ব্যবহারকারী আছেন যারা এখনও একাউন্টে কোন ইমেইল যোগ করেন নি, তাদেরকে বলবো দ্রুত আপনাদের একাউন্টে ভাল একটি ইমেইল যোক করে রাখুন। অন্যথায় যে কোন সময় অজ্ঞাত সমস্যার মুখোমুখি পড়ে যেতে পারেন। তাহলে হয়ত আপনার পাই সম্পদকে হারিয়ে ফেলতেও পারেন।
PI is the future,,
Good advice Vai😍
Pi my future pension skim
হতাস
হতাশ হবেন না। ধৈর্য্য ধরুন ও বিশ্বাস রাখুন। ভাল জিনিস সময় নেয়। কিন্ত হুট করে হারিয়ে যায় না।