Pi Network Price Prediction April 2025

Pi Network Price Prediction April 2025

পাই নেটওয়ার্ক পাই কয়েন সর্বকালের সেরা মাইনিং প্রজেক্ট বা ফ্রী ইয়ার ড্রপ হিসাবে আমাদের সকলের কাছে পরিচিত এক নাম। পাই নেটওয়ার্কের মত এতটা ওপেন সোর্স এবং পাওয়ারফুল অন্য কোন প্রজেক্ট ইতিপূর্বে আর দেখা যায়নি। আর সেই আস্থা থেকেই মাইনারদের পাশাপাশি ইনভেস্টরদেরও নিরাপদ ও আস্থার কয়েন হিসেবে পাই কয়েন পরিচিত। যার ফলে আমাদের মধ্যে অনেকেই অন্যান্য কয়েনে ট্রেড করার চেয়ে পাই কয়েন এ ট্রেড করাকে বেছে নিয়েছি।

পাই কয়েন খুব ভালভাবে এবং সফলতার সহিত ট্রেডিং যাত্রা শুরু করলেও সেই অগ্রমান যাত্রা কে বাঁধাগ্রস্থ করেছে বেশ কয়েকটি এক্সচেঞ্জ, যাদের নাম না নিলেও আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। একমাত্র আমরা যারা পাই নেটওয়ার্কের খাটি ভক্ত রয়েছি তারাই কেবল পাই নেটওয়ার্কের উপরে এখনও সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে রেখেছি।

তবে স্বাভাবিকভাবে আমরা যদি পাই নেটওয়ার্ক থেকে অন্যান্য কয়েনের দিকে একটু তাকাই। তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ এমটাই আমাদের চোখে পড়বে। পাই নেটওয়ার্ক সেখানে তো অনেক ভালোই আছে। অনেক স্ট্রং এবং পুরনো প্রজেক্ট এই মুহূর্তে খুবই বেহাল দশায় আছে।

আমাদের মধ্যে অনেকে ২০২৫ সালকে বুল রান ভেবে বসে ছিলাম। কিন্তু বাস্তবতা হলো বুল রানের স্বপ্নটাই ভুল ছিল। বিশেষ করে নব্য নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট এর ক্রিপ্টোতে গেম চেঞ্জিং অবস্থান এর ফলে অনেক কিছু বদলে গেছে।

মার্চের শুরু থেকে এপ্রিল পর্যন্ত আমরা পাই নেটওয়ার্কের স্বাভাবিক প্রাইসে একটা ধারাবাহিক ডাউন দেখতে পেয়েছি। নতুন হই অথবা পুরনো মেম্বারস আমাদের মধ্যে অনেকেরই জানার কৌতুহল কাজ করছে যে এপ্রিল মাসে পাই কয়েনের বাজার মূল্য কোন দিকে যাবার সম্ভাবনা রয়েছে? এই এপ্রিলে পাই কয়েনের দাম আরও নিচে নামবে নাকি উপড়ের দিকে ঊঠবে! চলুন তবে এবার এ বিষয়টা নিয়েই একটুখানি খোলামেলা আলোচনা করি।

শুরুতেই একটা বিষয় ক্লিয়ার করি: গায়েবের মালিক আল্লাহ। আর ক্রিপ্টো নিয়ে ঐভাবে শতভাগ নিশ্চিৎ হয়ে কোন ধারনা দেওয়া যায় না বা প্রেডিকশান করা যায় না। তবু আমি বর্তমান পরিস্থিতীকে সামনে রেখে সম্পূর্ণ আমার ব্যক্তিগত একধা ধারনা আপনাদের সামনে রাখতে যাচ্ছি। ফলাফল সঠিক হতেও পারে, নাও পারে।

দ্বিতীয় অংশে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আমি ফেব্রুয়ারী ২০২৫ এ বলেছিলাম যদি বাইনান্স লিষ্টিং এর ঘোষণা না আসে তবে পাই কয়েন খুব শীঘ্রই এক ডলারের নিচে পাওয়া যাবে। আশা করছি আমার সেই কথার সত্যতা এতক্ষণে পেয়ে গিয়েছেন কারণ, এই মুহূর্তে প্রতিটি পাই কয়েনের বাজার দাম $0.56 এর আশে পাশে। বাংলাদেশী টাকায় ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে।

একই সাথে আপনাদেরকে আরো একটা সংকেত দিয়েছিলাম যে বাইনা-ন্স ততক্ষণ পর্যন্ত পাই কয়েনকে লিস্ট করবে না যতক্ষণ পর্যন্ত সে ভালো দামে অর্থাৎ তার মনমত কম দামে আগে নিজে পাই কয়েন কিনতে না পারবে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা সেই টার্গেটেই বাইনান্স স্কয়ারে পাই নেটওয়ার্কের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে পায়-কয়েনের হোল্ডারদের মন মানসিকতাকে নষ্ট করে পাই ট্রেডিং এ বিক্রিয় প্রেশার তৈরী করছে। যারা ফলে হয়ত এভাবেই ধীরে ধীরে তাদের কাংখিত ক্রয় মূল্য তারা পেয়ে যাবে।

আমার ব্যক্তিগত মতামতে যতটুকু মনে হয় বাইনান্স প্রতিটি পাই কয়েন $0.20 থেকে $0.30 এরকম একটা দামের আশে পাশে কেনার অপেক্ষা করছে।

মনে রাখবেন বাইনান্সের মত এত বড় কোম্পানি শুধুমাত্র ইউজারদের স্বার্থ চিন্তা করে তার এক্সচেঞ্জে পাই কয়েন কে লিস্ট করবে না। সবচেয়ে আগে সে নিজের প্রফিটের চিন্তা করবে। বাইন্যান্স নিজেও জানে তার এক্সচেঞ্জে পাই কয়েন লিস্টিং এর ঘোষণা আসলে প্রতিটি পাই কয়েন $3, $4 এমনকি সহজেই $5 ডলার পার হয়ে যাবে। ঠিক সেই মুহুর্তের আগে যদি বাইন্যান্স এর কাছে ২০ সেন্টে ক্রয় করা ৫০ মিলিয়ন এর মত পাই কয়েন থাকে তখন বাইনান্স এর খেলাটা কোথায় যাবে এবং কোন লেভেলের প্রফিট করবে, একবার চিন্তা করে দেখবেন। এসব বড় পার্টিরা ছোট গেম খেলে না, এ কথাটাও মাথায় রাখবেন।

আরও একটা সংকেত দিয়ে রাখি। বাইনান্স লিষ্টিং এর পর পাই কয়েনের দাম যেইভাবে বাড়বে ঠিক একইভাবে বাইনান্স ও সাধারণ ট্রেডারদের ব্যপক বিক্রি করার প্রেশারে পাই কয়েনের দাম আবার একবার খুব নিচে আসার ব্যপক সম্ভাবনা তৈরী হবে। সকল খুটিনাটি তথ্য ও সম্ভাবনার কথা আপনাদেরকে জানালাম, সময়মত খেলা টা আপনাদেরকে প্লান করে সাজিয়ে গুছিয়ে খেলতে হবে। অন্যথায় অন্যরা মাঠে খেলবে আর আপনি শুধু খেলা দেখতেই থেকে যাবেন।

পাশাপাশি আরও একটি দুঃসংবাদ হচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে আরো প্রচুর পরিমাণে কয়েন আনলক হবে এবং মাইগ্রেশন হবে। সংখ্যাটা প্রায় 50 মিলিয়ন এর উপরে। পাই কয়েনের সাপ্লাই তে আবারও অনেকগুলি নতুন কয়েন যোগ হতে চলেছে। যারফলে স্বাভাবিকভাবেই পাই কয়েন এর বাজার মূল্য আরও খানিকটা নিচে আসার সম্ভাবনা দেখা দেবে।

তবে সাপ্লাই টাপ্লাই বিশেষ কিছু প্রভাবের মধ্যে পড়বে না যদি এরই মধ্যে বাইনান্স এর টার্গেট পূরণ হয় এবং বাইনান্স লিষ্টিং এর ঘোষনা দেয় তবে পাই কয়েনের দাম রাতারাতি আবার উপড়ের দিকে অলটাইম হাই ছোয়ার জন্য ঘোড়ার গতীতে দৌড় দিবে।

উপসংহারঃ সমস্ত ক্রিপ্টো মার্কেটের বেহাল দশা, কম দামে পাই কেনার জন্য বাইনা-ন্সের চুপ মেরে অপেক্ষা করা, সাপ্লাইতে নতুন করে পাই যুক্ত হওয়া এগুলি থেকে ধারনা করা যাচ্ছে এপ্রিলে প্রতিটি পাই কয়েন $0.5 এর নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে এমনকি $0.20 বা $0.30 সেন্ট মুল্যেও অনেকের সাথে পাই কয়েনের দেখা হয়ে যেতে পারে।

  • পাই কয়েন সংগ্রহে থাকলে মনটাকে সর্বদা ঠিক রাখুন। আপনি কোন সাধারন কয়েন এর হোল্ডার না। দাম উঠা নামা এটা যে কোন ব্যবসারই ই স্বাভাবিক ধরন।
  • পাই হারিয়ে যাবার মত প্রজেক্ট না, যার মার্কেটে আসতেও ৬ বছর সময় লেগেছে। হুট করে চলে যাবার জন্য কারও আসতে এত সময় লাগে না।
  • সম্পদ ফেলে রাখার চেয়ে ভাল কিছুতে ইনভেস্ট করা উত্তম বলে মনে করি।
  • স্বাভাবিকভাবে ইনভেষ্ট করা সম্ভব হলে পাই ধাপে ধাপে কিনতে থাকুন, ইংশা আল্লাহ আবার একদিন ধাপে ধাপে সেলও করতে পারবেন।
  • অন্যের কথায় কান দিবেন না। বিশেষ করে বাইনান্স আর্টিকেল এর। যারা আজকে পাই কয়েন এর দোষ ত্রুটি আমাদের সামনে তুলে ধরছে ওদের কেনা শেষ হলে ওরাই আবার প্রশংসা করবে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য।
  • মনে হতাশা কাজ করতে দিবেন না। সমগ্র মার্কেটের দিকে একবার তাকিয়ে দেখেন। আমার Pi Web3 Journey | Pi Coin Price Down এই ভিডিওগুলি দেখতে পারেন মনে সাহস পাবেন।
  • $50PiCommunity তে জয়েন না থাকলে দ্রুত জয়েন হয়ে নিন। এখানে পাই নেটওয়ার্কের উপড় শুধু পজিটিভ দিকগুলি নিয়ে আলোচনা করা হয় এবং এই কমিউনিটির টার্গেট প্রতিটি পাই কয়েন কোন একদিন $50 ডলার মূল্যে বিক্রি করার।
  • পাই কয়েন সম্পূর্ণ ফ্রি তে এখনও মাইনিং করার সুযোগ রয়েছে। এটাকে মিস দেওয়া যাবে না। এখনও শুরু না করে থাকলে How to Start Pi Mining এ ক্লিক করে দেখে নিন এবং শুরু করে দিন।
  • এই পোষ্ট টি মাঝে মাঝেই পড়বেন। প্রয়োজনে প্রিন্ট করে এক কপি টেবিলে রাখবেন। কারণ এই পোষ্টে ভবিষ্যতের অনেক নির্দেশনা রয়েছে।

17 Comments

  1. Prevail Chakma

    আপনার এই সুন্দর সুন্দর কষ্ট করে রিচার্জ করা আর্টিকেল এবং ভিডিও গুলো আমাদের অনেক বেশি সাহস যোগাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিগ স্যালুট।

  2. ABUL HASAN

    I love pi and pi team. I believe, pi will go to the moon once a day. Your opinion and price prediction is so tellented. Thank you Boss.

    • পাই কে ভালবাসা বৃথা যাবে না ইংশা আল্লাহ।

      • Masum_ Famous

        ভাই, আপনার কথা একদিন সব মিলে যাবে, যেদিন পাইয়ের আসল খেলা শুরু হবে। আপনার কথায় আমরা অনেকেরই ভাগ্য খুলতে পারে। কমেন্ট করে গেলাম হয়তো কয়েক বছর পর এই কমেন্ট নতুনরা দেখে যাবে। নতুন্দের লাইক আর রিপ্লে পেলে আর্টিকেলটি সামনে আসবে আর্টিকেলটি আবার দেখতে পারবো। ধন্যবাদ অবিরাম, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  3. MD TAJMAN

    ধন্যবাদ দাউদ ভাই আমাদের আত্মবিশ্বাস জাগানোর জন্য

  4. মোঃ এবাদুল ইসলাম

    এক কথায় আপনার কথা গুলো সত্যিই অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝুলি নিয়ে সাজানো এক ফুলের রাজ্যের ঝঙ্কার। ❣️❣️❣️
    আছি আপনার সাথে ইনশাআল্লাহ।
    🤲🤲🤲
    মাঝে মাঝে আমাদের একটু ট্রেডিং নামক এন্টিবায়োটিক ঔষধ শিয়ার দিয়েন। এই কামনা করে সকলের জন্য অফুরন্ত জ্বালানি-উৎস দোয়া করে এবং আমি অধম গুনাহগার নিজের জন্য দোয়া চেয়ে আমার ছোট্ট মন্তব্য এখানে শেষ করলাম। 💥💥💥

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ👌👌👌

  5. Asis Kumar Sutradar

    Excellent bro.Carry on.Go ahead with Pi because its our future..Thanks a lot for making such kind of Article..

  6. Md Samsul Alam

    দাউদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সত্যিকথা বলতে কি যখন পাই নিয়ে নেগেটিভ কথা শুনতে শুনতে মনটা ভেংগে যাওয়ার উপক্রম, ঠিক তখনই আপনার এই ভিডিও টনিকের মতো লাগতেছে। এখন পাই যতই নিচে নামুক আমি কিন্তু হিমালয়ের মতো অবিচল থাকবো, ইনশাআল্লাহ।

    • পাই কোন মিথ্যা গল্প নয়, সত্যের সাথে অবিচল থাকুন। জয় একদিন হবেই।

  7. Kazi Abu hanif

    অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর ইনফরমেশন দেয়ার জন্য

  8. MD SUMON MIA

    ধন্যবাদ ভাই ❤️

  9. Md Rabiul Alam

    ধন্যবাদ ভাই ❤️
    অনেক ভালো লাগলো,,চালিয়ে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *