Pi Network নাকি BYTE Blockchain ! কে সেরা ?
শুরুতেই একটা কথা বলে নিই সেটি হলো, Pi Network এবং BYTE Blockchain এই দুটি প্রজেক্টের মধ্যে অনেকেই তুলনা দেওয়া শুরু করেছে, আমি না। তাদেরকে নিয়েই এবং কথা টা আসলেই কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয় নিয়েই আজকের খোলা মেলা লেখা আপনাদের জন্য।
BYTE Blockchain সম্পূর্ণই একটি নতুন প্রজেক্ট। যেখানে পাই নেটওয়ার্কের এখন পর্যন্ত সফলতার ৬ টি বছর পার হয়ে গেছে। BYTE Network Mining সবে তার কমিউনিটি যাত্রা শুরু করেছে। আমিও আপনাদের কে নিয়ে এই নতুন মাইনিং এপ এ কাজ শুরু করে দিয়েছি। এখনও তারা পরিপূর্ণ কোন রোডম্যাপ শেয়ার করেনি। তাদের এপটিও এখনও প্লেষ্টোরে আসেনি। তবে আমরা ধারনা করছি হয়ত ভাল একটা কিছু ঘটতে পারে। তাই বলে পাই নেটওয়ার্কের পাই কয়েনের সাথে তুলনা ! এটা নিতান্তই বাড়াবাড়ি ভাই।
আরও একটি মজার খবর দিই আপনাদের সেটি হলো BYTE Mining প্রজেক্ট এর উৎসাহ বা প্লান ই তারা নিয়ে এসেছে পাই নেটওয়ার্কের কাছ থেকে। ধরতে পারি এটি পাই নেটওয়ার্কের একটি সাপোর্টিভ টোকেন বা কয়েন। যেটি হয়ত ভবিষ্যতে পাই ব্লকচেইনের উপড় লিষ্টিং হতে পারে।
তবে BYTE Blockchain এখানে একটু নতুত্ব করতে চাইছে। তারা বলতেছে যে BYTE Mining এ ইউজার কে পাই কয়েনের মত ৬ বছর অপেক্ষা করা লাগবে না। তারা ২০২৬ সালে টোকেন লিষ্টিং করে দিবে। এবং BYTE Mining App এ নাকি কোন প্রকার KYC সিষ্টেম থাকবে না, এমনকি কোন প্রকার লক করাও নাকি থাকবে না। যদি এমনটি হয় তাহলে তো ভালই । আমাদের দরকার প্রফিটের। যত তারাতারি দিবে তত তারাতারি খুশী।
তবে এটা আসলে অতিরিক্ত। ৬ বছরে গড়া শক্তিশালী একটি ইকোসিষ্টেমের সাথে কখনও ১ বছরের গল্প সমান হয় না। একটা ব্লকচেইন প্রজেক্ট যে কিনা সারা বিশ্বের বড় বড় প্রজেক্টকে টেক্কা দিচ্ছে। আর সেখানে একটা নতুন প্রজেক্ট যার নিজশ্ব ব্লকচেইন থাকবে না, সে কখনই পাইয়ের সমতূল্য হবে না বলেই বিশ্বাস রাখি। তাই যে যা বলে বলুক। আমি একমত নয়।
BYTE Mining প্রজেক্টটি নতুন হিসাবে ভাল করছে, ইউজারদেরকে উৎসাহ যোগাচ্ছে, তার মানে এই নয় যে সে পাই নেটওয়ার্কের চেয়ে সেরা। এটা যারা বলবে তারা অন্ধ, নয়ত হিসাবে কাচাঁ।
তবে কখন কোন প্রজেক্ট গেম চেঞ্জার হয়ে যায় এটা বলা মুশকিল। তাছাড়া নতুন প্রজেক্টে অত বিস্তারিত পূর্বেই ধারনা করা যায়না। আমাদের উচিৎ হবে এসব নিয়ে ভাবনা চিন্তা না করে প্রজেক্টে জয়েন হয়ে মাইনিং ষ্টার্ট করা। কিভাবে জয়েন করবেন সে বিষয়ে আমার ভিডিও এবং টেলিগ্রাম পোষ্ট সবই আছে। নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত দেখে জয়েন হতে পারেন।
Tnx for update ❤️