Tari Universe কি Monero XMR এর মত প্রফিট দিতে পারে?
2014 সালে Monero XMR প্রতিষ্টানটি ব্লকচেই সার্ভিস চালু করে। শুরুতে তাদের কোন ব্লক রিওয়ার্ড সিষ্টেম ছিলো না। পরবর্তীতে তারা সিকিউরিটি ভেরীফাইয়ারদের মধ্যে রিওয়ার্ড সিষ্টেম চালু করে। এবংএকজন মাইনার সেখান থেকে সরাসরি XMR কয়েনে রিওয়ার্ড ফ্রি এয়ারড্রপ পাওয়া শুরু করে। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে কাজ করার জন্য বিভিন্ন মাইনার মেশিন নিয়ে আসে। যদিও ততক্ষনে একজন সাধারান উইজার বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে মনেরো XMR কে মাইনিং করতে সক্ষম হচ্ছিলো।
পৃথিবী ইতিমেধ্যই অনেক আশ্চর্য্য জিনিস এই ক্রিপ্টোতে দেখে ফেলেছে, যার মধ্যে বিটকয়েন, ইথিরিয়াম মনেরা এক্সএমআর অন্যতম। এই ক্রিপ্টো দুনিয়াতেই পৃথিবীর মাঝে এখনও অনেক ধামাকা দেখা বাকি রয়েছে অনেকের , যার মধ্যে পাই নেটওয়ার্ক (Pi Network) ও হট মাইনিং (Hot Mining) প্রটোকল এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
আজ ৫ এপ্রিল ২০২৫ । কয়েনমার্কেটক্যাপ এর রেট অনুযায়ী প্রতিটি Monero XMR এর দাম $218 বাংলা টাকায় যার দাম ২৭৯০০/- টাকা। শুরুর দিকে যখন Monero XMR মার্কেটে আসে ২০১৪ সালে এবং মাইনিং শুরু হয় তখন প্রতিটির দাম ছিলো মাত্র $0.21 সেন্ট করে, বাংলা টাকায় মাত্র ১৫ টাকা করে।
২০১৪ সালে ১৫ টাকা করে বিক্রি হওয়া বা ফ্রি তে মাইনিং করা XMR আজকে ২৭৯০০ টাকা করে পিচ! ভাবা যায় ?
যাহোক, এবারে আসল কথায় আসি। সম্প্রতী Tari Mining এর একটা অফার আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অফারটিতে কেবল কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীগনই কাজ করতে পারবেন। গ্রাফিক্স ছাড়াই মাইনিং করা যাচ্ছে। তবে যদি আপনার সিষ্টেমে গ্রাফিক্স কার্ড থাতে তবে তো কথায় নাই। আপনি তখন এক্সট্রা স্পিডে মাইনং করতে পারবেন।
তারি (Tari Mining) প্রজেক্টটি আমি যখন প্রথম পরিক্ষা করি তখন দেখতে পেলাম মাইনিং ইনফরমেশান নেবার জন্য তাদের সফটয়্যারের মধ্যে কিছু ভাইরাস ফাইলকে তারা ব্যবহার করছে। যে কারণে গুরুত্বপূর্ণ তথ্য থাকা পিসিতে এই সফটওয়্যারটি ইনষ্টল করতে নিষেধ করেছিলাম। প্রজেক্ট ভাল হলেও ব্যক্তীগত জরুরী তথ্যের নিরাপত্বার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে জরুরী ফাইল পেন ড্রাইভ বা অন্য কোথাও সরিয়ে নিতে হবে, অন্যথায় সম্পূর্ণ আলাদা একটি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে হবে।
অনেকেই ধারনা করছে Tari Mining মাইনিং প্রজেক্ট টি এক সময় গিয়ে Monero XMR এর মত ভাল প্রফিট দিতে পারে। সেটা ভবিষ্যতের কথা, তবে আপাতত এই ফ্রি মাইনিং মিস দেবার মত ভুল আমি করবো না। আমি এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা পিসিতে মাইনিং শুরু করেছি। যাদের পিসি বা ল্যাপটপ নাই মাইনিং করার ইচ্ছা থাকলে দ্রুত ব্যবস্থা করতে হবে।
নতুন পিসির জন্য আপনার নিকটস্থ দোকানে খোজ নিতে পারেন। আমাদের KD SHOP থেকেও নতুন পিসি বা ল্যাপটপ অর্ডার করতে পারবেন। শুধু CPU 11500 টাকাতে পেয়ে যাবেন। মনিটর সহ মাত্র ১৫,০০০ টাকা এক বছরের সার্ভিস সেবা বা ওয়ারেটিন্ট সহ। আর বিস্তারিত জানতে আমার হটসএপে বা KD SHOP হটসএপ 01317405071 নাম্বারে মেসেজ করতে পারেন।
Tari Mining এ কিভাবে কাজ করবেন, কিভাবে জয়েন করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।
❤️
ভালোবাসা নিবেন প্রিয় ভাই।