Pi Coin Visa Card

TELTLK VISA CARD Payment with Pi Coin

টেলটক ভিসা কার্ডে খুব শীঘ্রই পাই কয়েনের ব্যবহার শুরু হচ্ছে!

অনলাইন হোক বা অফলাইন। শপিং করা বা বাজার করা আমার দৈনন্দিন জীবন ও চাহিদা থেকে আলাদা করার কোন সুযোগ নেই। তবে হাতে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে বাজার করার চেয়ে ঘরে বসেই অনলাইন শপিং করাটা এখন আমাদের অনেকেরই পছন্দের। যাতে কেবল পরিশ্রমই কম হয় না বরং আমাদের সময়ও বাচেঁ। পাশাপাশি অনলাইন শপিং যেন আধুনিকতার ছোয়াঁয় এক নতুনত্ব এনে দিয়েছে।

পাই নেটওয়ার্ক মাইনিং কে আমরা অনেকেই শুধু একটি মাইনিং এপ হিসাবে জানি, আসলে পাই কয়েন এর আবিস্কার ই হয়েছে অনলাইন শপিং বা অনলাইন পেমেন্ট সোর্স হিসাবে ব্যবহার করার জন্য। সারা পৃথিবির লাখো কোটি মাল্টি ভেন্ডরদের পছন্দের পেমেন্ট সোর্স বর্তমানে পাই কয়েন। আরও শত শত কোম্পানী পাই কয়েনকে তাদের নিজস্ব পেমেন্ট সোর্সের সাথে যুক্ত করে পাইকে আরও কয়েকধাপ সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য অনবরত কাজ করে যাচ্ছে। TELTLK প্রযুক্তি তাদের মথ্যে অন্যতম এক নাম।

TELTLK সারা বিশ্বের অনলাইন ইউজারদেরকে এক নতুন ও সহজ প্রযুক্তি উপহার দিতে নিরলস কাজ করে যাচ্ছে। TELTLK তাদের মোবাইল এপ প্রযুক্তির মাধ্যমে সকল ব্যবহারকারীদেরকে একই সাথে মেসেজিং সেবা, অনলাইন কমিউনিটি ও সোস্যাল ফিচার, লাইভ ট্রান্সলেশন ফিচার, হটসএপ বা অন্যন্য এপের মত ভয়েস ও ভিডিও কল সার্ভিস, কনফারেন্স ইত্যাদী সার্ভিসসেবা দিতে সক্ষম হবে।

সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এতকিছুর পাশাপাশি তারা Web 3.0 ক্রিপ্টো এবং মোবাইল পেমেন্ট উপড় কাজ করছে। এক্ষেত্রে তারা পাই নেটওয়ার্কের ব্যবহারকারীদেরকে টার্গেট করে আনর্জাতিক ইউএসডিটি USDT এর পাশাপাশি তাদের সিষ্টেমে পাই কয়েনকে যুক্ত করতে যাচ্ছে। যারফলে তাদের ভিসা কার্ড ও মাষ্টার কার্ডের মাধ্যমে একজন ব্যবহারকারী কেবল ডলারে নয় বরং সারা বিশ্বের যেখানে পাই কয়েন সাপোর্ট থাকবে সেখানেও পাই কয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন। এটা সত্যিই দারুন একটি ব্যপার!

আরও একটি ব্যপার জেনে আপনি নিশ্চয় অবাক হবেন। TELTLK INTERNATIONAL তাদের মোবাইল এপের মধ্যে ইনকাম সিষ্টেম যুক্ত করেছে। সকল সুযোগ সুবিধা নেবার পাশাপাশি তাদের এপ ব্যবহার করে আপনি এখন থেকে ফ্রি তে অনলাইন ইনকাম Online Income ও করতে পারবেন। তাদের এপের মধ্যে তারা মাইনিং ফিচার ও ইতিমধ্যে যুক্ত করে দিয়েছে। এছাড়াও আপনি চাইলে আপনার বন্ধুদেরকে রেফার করেও আরও বেশী বেশী করে ইনকাম করতে পারবেন।

TELTLK ও Pi Network এই মুহুর্তে ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে। এছাড়াও TELTLK ওয়েব মেসেজিং ও পেমেন্ট সোর্স বিষয়ে পাই নেটওয়ার্ক এখনও কোন প্রকার অফিশিয়াল ঘোষনা দেয়নি। তাই TELTLK এর ব্যপারটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের হলেও আপাতত আমরা আমাদের পাই ওয়ালেটকে TELTLK এর সাথে কানেক্ট করা থেকে বিরত থাকবো। তবে চাইলে তাদের এপের অন্যন্য সার্ভিস ব্যবহার করতে পারবো এবং যেহেতু তারা ইনকাম সিষ্টেম নিয়ে এসেছে সেক্ষেত্রে অবশ্যই আর্নিং সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবো। নিচে দেওয়া তথ্য থেকে আপনি চাইলে TELTLK ইনকামের সাথে যুক্ত হতে পারেন।

9 Comments

  1. MD SHARIFUL ISLAM

    অনেক ভালো খবর এটি ভাই

  2. Nobin

    ধরে আছি পাই। যদি লাইফের কিছু একটা গতি হয়ে যায় ✌️✌️✌️✌️

    • Sabuj

      ধন্যবাদ ভাই আমাদের জন্য এতো সুন্দর আরটিক্যাল লেখার জন্য❤️❤️

  3. Md. Juwel Shaikh

    আল্লাহ ভরসা

  4. Ismail hossen

    500 pi hold krteci and krbo 40 $ na asle sell krbona aktaw

  5. Mohammed Abdul kader

    খুব ভালো প্রজেক্ট

  6. Mizanur Rahman

    পাই এর ভবিষ্যৎ অনেক ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *