পাই কয়েন সওয়াপ করা যাবে PiDAO SWAP এক্সচেঞ্জে !
বিভিন্ন প্রকার এক্সচেঞ্জ সাইটকে তো আমরা সবাই চিনি ও জানি। সাধারনত একটা এক্সচেঞ্জ সাইটে কাজ করতে হলে বা আমাদের পছন্দের কয়েনকে অন্যকোন কয়েনে সেল করতে হলে শুরুতেই সেই এক্সচেঞ্জ এ আমাদের ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল, ফোন নাম্বার, এমনকি জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট দিয়ে আগে একাউন্টটি ভেরীফাই করে নিতে হয়। এত কিছু করার পরেও সবচেয়ে যেটি বেশী কষ্টদায়ক ব্যপার সেটি হচ্ছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে উল্লেখিত এক্সচেঞ্জ সাইটটির উপড়। ট্রেড করার অবস্থাতেই হয়ত একদিন হুট করে দেখা যায়, আমাদের হোল্ডকৃত কয়েন হয়ত বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথবা আমার একাউন্ট টিউ ব্লক হয়েছে। এছাড়াও লেন দেনের সময় ভুল করে নেটওয়ার্ক বদলে গেলে তো আরও এক বিশাল ঝামেলা।
উপড়ে উল্লেখিত ঝামেলা গুলি ছাড়াও যত প্রকার সমস্যাগুলি আমরা একটা এক্সচেঞ্জ সাইটে দেখে থাকি সে সবের একটা অন্যতম বিশ্বস্ব সমাধান হচ্ছে ডিসেন্ট্রালাইজড সাইটের ব্যবহার। কারন সেখানে কারও নিয়ন্ত্রণ থাকে না। কোন ব্যক্তিগত তথ্য দেবার প্রয়োজন হয় না। কোন প্রকার KYC করতে হয়না। একজন ইউজার একটা একাউন্ট ব্যবহারের গন্ডির মধ্যেও থাকতে হয় না। বিনা বাধায় মন মত ব্যবহার করা যায়। আমাদের খুবই পরিচিত কিছু ডেক্স হচ্ছে: Uniswap, Pancakeswap ইত্যাদী।
ডিসেন্ট্রালাইজড সাইট ব্যবহারে দরকার হয় কেবল নির্দিষ্ট নেটওয়ার্কের একটি ইভিএম ওয়ালেট যেমন, মেটামাস্ক (Metamask), টোকেন পকেট (Token Pocket), ট্রাস্ট ওয়ালেট (Trustwallet) ইত্যাদী। শুধু খেয়াল রাখতে হবে, ভুল-ভাল সাইটে সেই ওয়ালেট টি কানেক্ট করা যাবে না। এবং ১২ টি ২৪ টি সিকিউরিটি ফ্রেস হারিয়ে ফেলা যাবে না। তাহলে সব গেলো।
যাহোক, পাই নেটওয়ার্কের পাই কয়েন অনেকগুলি এক্সচেঞ্জ এ লিষ্টিং হয়েছে, উল্লেখযোগ্য নামগুলি হচ্ছে MEXC Global, Bitget Exchange, Gateio Exchange, Pionex Exchange, Huobi Global, LBank Exchange ইত্যাদী। এগুলি ছাড়াও আরও অনেক এক্সচেঞ্জ নাম বর্তমানে আমরা অনেকেই জানি। তবে এর সবগুলিই কিন্ত পর মালিকানাধীন বা অন্যের নিয়ন্ত্রণে থাকা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। এসব যায়গায় আমরা ট্রেড তো করি, কিন্ত সব সময়ই একটা রিস্কের মধ্যেই বসবাস করি।
অনেক এক্সচেঞ্জ এ পাই লিষ্টিং এর গল্পের পাশাপাশি আমাদের যখন একটা ডেক্স খুব করে দরকার ঠিক সেই মুহুর্তে পাই কয়েনের উপড় ভিত্তি করে কানাডিয়ান একদল দক্ষ টিম পাই ডেক্স এর উপড় কাজ শুরু করে দিয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে PiDaoSwap । আপনি চাইলে এখুনি সাইট টি চেক করে দেখতে পারেন, সওয়াপও করতে পারেন। তবে যতক্ষণ পাই কোর টিমের অফিশিয়াল ঘোষনা না দিচ্ছে ততদিন যে কোন সাইটে আপনার পাই ওয়ালেট কানেক্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আপাতত যেহেতু অনেগুলি Pi Exchange Website অপশন রয়েছে। সুতরাং সেগুলি থেকেই ক্রয় বিক্রয়ের কাজগুলি চালিয়ে নিবেন।
পাই নেটওয়ার্ক সারা বিশ্ব নন্দিত এক ব্লকচেইন সিষ্টেমের নাম। PiDAOSwap কেবল শুরুর তালিকার মধ্যে একটি। এরকম হাজারো ডেভেলপার, কোম্পানী ও নতুন নাম ভবিষ্যতে পাই কয়েন বা পাই চেইনকে ঘিরে আসতেই থাকবে। এসবের মধ্যদিয়েই আমরা আস্তে আস্তে আমাদের কাংখিত লক্ষে পৌছে যেতে পারবো ইংশা আল্লাহ।
Good jobs
always pi welcome
Alhamdulillah.
Very good news.
InshaAllah.
Thanks for valuable analysis.
ইনশাআল্লাহ ❤️
Pingback: HoudiniSwap: Openning a Multi Bridge for Pi Network – Pi UPDATE!
ইনশাআল্লাহ
থ্যাংকস ডিয়ার বস
চমৎকার অনুভূতির প্রকাশ!
We Believe In Pi🔥🔥🔥💪
I believe in Pi and Daud Vai. And I am planning my future dreams based on it. If ever Pi reaches my specific target I mean $20-50 then InshaAllah my dream will come true. May Allah protect me till then.
ধন্যবাদ ভাই,,এই বিষয়টি জানতাম না! আজ জানলাম!